হাইকোর্ট ফাঁসি বহাল রেখেছেন মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ।
সোমবার (২ জুন) হাইকোর্ট বেঞ্চ বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের যৈৗথ সমন্বয়ে গঠিত এ রায় প্রদান করেন।
এর পৃর্বে ২৯ মে বহুল আলোচিত বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি শেষ হয়েছিল।
সেইসাথে (২জুন) আজকের দিনে রায়ের জন্য সময় ধার্য করা হয়। হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন ।
সে সময় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দিপ্তি। অপর দিকে আসামি পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।
ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসিসহ বিচারিক আদালতের পুরো রায় বহালের আবেদন করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মেজর সিনহা হত্যা মামলাটি একটি আলোচিত মামলা।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় মেজর সিনহা ও মো. রাশেদ খানকে।অবসরপ্রাপ্ত মেজর সিনহা ও কয়েকজন তরুণকে সাথে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন
এ হত্যাকাণ্ডের দায়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি এ মামলায় রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।