বাংলাদেশ সরকার ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থাপনার আওতায় ভূমি উন্নয়ন কর (Land Development Tax) পরিশোধ প্রক্রিয়া এখন অনলাইনে নিয়ে এসেছে। এর ফলে জমির মালিকগণ ঘরে বসেই অনলাইনে মোবাইল বা কম্পিউটার মাধ্যমে খুব সহজে, দ্রুত এবং নিরাপদে ভূমি কর পরিশোধ করতে পারবেন।
আমরা বিস্তারিত জানবো কীভাবে আপনি নিজে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে হয় ও কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য যা যা দরকার
১.জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (NID)
২.সচল মোবাইল নম্বর (যেখানে OTP আসবে)
৩.দাখিলা / খতিয়ান নম্বর, মৌজা, দাগ নম্বর
৪.ইন্টারনেট সংযোগ
প্রথম ধাপ
প্রথমে প্রবেশ করুন:
portal.ldtax.gov.bd
এটি ভূমি উন্নয়ন করের জন্য সরকার অনুমোদিত ওয়েবসাইট।
নাগরিক / সংস্থা ক্লিক করুন।
২য় ধাপ
লগইন অপশনে ক্লিক করে নিচের ছবির মত পাবেন।
নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে লগইন করুন।
একাউন্ট না থাকলে
- মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন।
- ওটিপি দিয়ে নিশ্চিত করুন এবং এনআইডির মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
নিবন্ধন করুন (যদি একাউন্ট না থাকে)
- মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন।
- ওটিপি দিয়ে নিশ্চিত করুন এবং এনআইডির মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
- পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করুন।
তৃতীয় ধাপ: জমির খতিয়ান ও হোল্ডিং তথ্য দিয়ে অনুসন্ধান
লগইন করার পর ড্যাশবোড আসবে।
- আপনার বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করুন।
- এরপর আপনার জমির খতিয়ান ও হোল্ডিং নাম্বার দিয়ে অনুসন্ধান করুন।
- আপনার জমির খতিয়ান তথ্য চলে এলে তা সিলেক্ট করে পেমেন্ট অপশনে যান।
চতুর্থ ধাপ: অনলাইনের পেমেন্ট করা
- কর পেমেন্ট করার জন্য ‘ই-পেমেন্ট করুন’ অপশনে ক্লিক করুন।
- মোবাইল ব্যাকিং যেমন বিকাশ পেমেন্ট ব্যবস্থা সক্রিয় রয়েছে।
- আপনার বিকাশ নাম্বার, ওটিপি এবং পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।
- পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে অটোমেটিকভাবে সাইট আপনাকে রশিদ দেখা যাবে।
পঞ্চম ধাপ: দাখিলা রশিদ সংগ্রহ
- আপনার পেমেন্ট সর্ম্পূন হলে আপনি দাখিলা রশিদ দেখতে পাবেন।
- আপনি চাইলে তা সহজে ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষন করতে পারবেন।
- পুরনো দাখিলা রেকর্ড ও এখান থেকে দেখা যাবে।
পূর্বে সময় খতিয়ান অ্যাড করার পর পেমেন্ট পেন্ডিং থাকতো ৭ দিন পর্যন্ত, বর্তমান সময়ে পেমেন্ট দেওয়ার সাথে সাথে হোল্ডিং তালিকায় তথ্য আপডেট হয়ে যাচ্ছে। তাই এসব পরিবর্তন সেবা প্রার্থীদের জন্য সময় কম খরচ হচ্ছে ও সহজে কর প্রক্রিয়া সম্পূর্ন করতে পারছে।
সঠিক ভাবে নির্দেশনাগুলো অনুসরণ করে , এখন আমরা খুব সহজে অনলাইনে ঘরে বসে অফিসে না গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারি ।
লেখাটি ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদের সচেতন করুন।
জমির দাগ নাম্বার দিয়ে মালিকানা চেক