জমির দাগ নাম্বার দিয়ে মালিকানা চেক
বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির সহায়তায় আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। আগের মতো আর ভূমি অফিসে দিনের পর দিন ঘুরতে হয় না জমির তথ্য জানার জন্য। এখন অনলাইনে আপনার ইন্টারনেট ডিভাইস ব্যবহার করে ঘরে বসেই আমরা এখন জমির মালিকানা যাচাই করতে পারি। এখন সেই তথ্য সহজেই পাওয়া যায় সরকারি ওয়েবসাইটে। খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মৌজার তথ্য থাকলেই আপনি জানতে পারবেন জমির প্রকৃত মালিক কে, জমির পরিমাণ কত এবং সেটি কোন শ্রেণির জমি।
জমির মালিকানা চেক প্রক্রিয়া
এই লিংকে ক্লিক https://dlrms.land.gov.bd করুন, নিচের ছবির মত অসবে।
১. আপনার বিভাগ
২. জেলা
৩. উপজেলা,
৪. খতিয়ানের ধরন -যেমন- আর এস, এস এ যে কোন একটি নির্বাচন করুন।
৫. মৌজা নাম্বার
৬. খতিয়ান নং বসান
৯. খুজুন লেখায় ক্লিক করুন
১০. যে নাম আসবে তার উপর ক্লিক করে দেখতে পারবেন বিস্তারিত দেখতে পারেবেন