থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে জিডি (Online GD) করার নিয়ম চালু করেছে বাংলাদেশ পুলিশ। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে গেলে, যেমন- এনআইডি কার্ড, পাসপোর্ট, দলিল, ব্যাংক একাউন্ট চেক কিংবা কোন মূল্যবান কাগজ বা সম্পদ হারানোর জিডি করতে পারবেন। প্রায় সকল থানাগুলো এই অনলাইন জিডি সেবা চালু হয়েছে।
কিভাবে সঠিক নিয়েমে অনলাইনে জিডি করতে তা সহজে ধাপে ধাপে নিম্নে ব্যাখা করা হলো:
১ম ধাপ-
প্রথমে অনলাইন জিডি করতে online GD এ্যাপটি ডাউনলোড করুন , মোবাইল এ্যাপ লিংক – Online GD – Apps on Google Play
আপনার মোবাইল নম্বার প্রবেশ করুন, প্রদানকৃত নাম্বারে ওটিপি এসএমএস আসবে সেটি লিখুন, সাবমিট ক্লিক করুন।
ধাপ ২: পরিচয়পত্র যাচাই করুন
তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম তারিখ লিখুন- পরিচয়পত্র যাচাই ” উপর ক্লিক করুন। আপনার তথ্য দেখা যাবে।
সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী-
- জাতীয় পরিচয়পত্র নাম্বার:
- জন্ম তারিখ:
- নাম;
- পিতার নাম;
- মাতার নাম দেখানো হবে।
সঠিক তথ্য লেখার উপর ক্লিক করুন।
ক্যামেরা এলাও allow চালো করুন, আপনার লাইভ ছবি চার কোনা মার্ক এর ভিতর আপনার মুখমন্ডল রাখুন ছবি তুলুন ।
ভোটার ছবি মিল থাকেলে ছবি ওঠে যাবে। প্রয়োজনে ঘরের বাইরে চেষ্টা করুন পযার্প্ত
পরিমান আলো স্থানে। ছবি তুলার পর পাসওর্য়াড সেট করুন ইংরেজটি অক্ষর ও সংখ্যা দ্বারা। পাযওর্য়াড মনে বা সংরক্ষন করুন। “ ক্লিক করে একাউন্ট তৈরি করুন” অপশনে ক্লিক করুন।
তখন এই লেখাটি আসবে “রেজিস্ট্রেশন সফল হয়েছে । আপনার মোবাইল নম্বর পাসওর্য়াড দিয়ে লগিন করুন” ।
৩য় ধাপ-
রেজিস্ট্রেশন মোবাইল নম্বার ও পাসওর্য়াড দিয়ে লগিন করুন। দেখতে পারবেন আপনার ভোটার তথ্য অনুযায়ী সকল তথ্য দেখতে পারবেন। ভুল সংশোধন করা যাবে। বর্তমান ঠিকানাও যোগ করা বা একই ঠিকানা রাখা যাবে।
সবঠিক থাকলে পর্ববতী লেখাতে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করুন লেখায় খায় ক্লিক করে ,আপনার স্বক্ষর দিন , সংরক্ষন লেখায় ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বর দেখা যাবে , অপরেটর সিলেক্ট করন যেমন- গ্রামীন, রবি, যেটা আপনার সিম।
ইমেল দিন যেটায় আডডেট চান। “ সাবমিট করুন”
৪র্থ ধাপ-
অনলাইনে সাধারণত দুই ধরনের জিডি করা যায় হারানো ও পাওয়া ।
আপনার কিছু হারানো গেলে হারানোর জায়গায় ক্লিক করুন. এরপর যে জিনিস হারানো গেছে সেখানে ক্লিক করুন- যেমন:
ডকুমেন্ট অপশনে সকল বিষয় দেখা যাবে। আপনার প্রয়োজনী বিষয় উপর ক্লিক করুন।
যদি মোবাইল হয় তার উপর ক্লিক করুন, প্রয়েজনী সকল তথ্য দিন । পরবর্তী ক্লিক করু।
জরুলি যোগাযোগ তথ্য দিন যাকে দিবেন তাহার , পরবর্তী ক্লিক করে অনুসরণ করুন যা সহজে বুঝে করা যায় ।
কারো হয়ে জিডি করলে তাহার নাম অন্যান্য তথ্য দিন ,উল্লেখ করুন। সাবমিট করা আগে রিভিও তে সকল তথ্য দেখা যাবে ,ভূল থাকলে সংশোধন করে “সাবমিট” ক্লিক করুন।
মোবাইলে ওটিপি আসবে সেটি দিন আপডেট ক্লিক করুন। আপনার জিডি জমা হয়ে যাবে ও জিডি কোড নম্বর দিবে তা সংরক্ষন করুন।
সকল জিডির আপডেট জানতে পারবেন , অনলাইনে , গ্রহিত হলে মোবাইলে এসএমএস পাওয়া যাবে।
আবার লগিন করে আপডিট জানা যাবে ও জিডি ডাউনলোড করে সংরক্ষন করতে পারবেন।